পীরগঞ্জে আবারও ওএমএস এর ২৪ বস্তা চালসহ ২টি ভ্যান আটক ।
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে আবারও ২৪ বস্তা ওএমএস এর চালসহ ২টি ভ্যান আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া নামকস্থানে আটক করে। এ নিয়ে ৪র্থ দফায় মোট ১৬২ বস্তা ওএমএস এর চাল উদ্ধার করল পুলিশ।
পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ সূত্রে জানাযায়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ভেন্ডাবাড়ী পুলিশের গাড়ী উক্ত স্থানে পৌছিলে চাল বোঝাই ভ্যান দুটি ফেলে রেখে চালক দ্বয় দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ চালসহ ভ্যান দুটি জব্দ করে, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল গভীর বাতে উপজেলার মদন খালি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মমিনুর এর বাড়ী থেকে ২৯ বস্তা ওএমএস এর চাল পাচার কালে একটি মিনি ট্রাক ঢাকা মেট্র-ড-১১-৮২৯২ সহ ২ ব্যাক্তিকে ভেন্ডাবাড়ী পুলিশ আটক করে। অপরদিকে অইদিন রাত্রি আনুমানিক ৮ ঘটিকার সময় পীরগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর সহাতায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে ৬০ কেজি ওজনের ২০ বস্তা ওএমএস এর চালের ভ্যানসহ দুজন ভ্যানচালক কে আটক করে এবং গত ৮ এপ্রিল দিবাগত রাতেও ভেন্ডাবাড়ী পুলিশ ৯০ বস্তাচালের ট্রলিসহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় পৃথক পৃথক ৩টি নিয়মিত মামলা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র বলেন, সরকারের ওএমএস, ত্রান অথবা খাদ্যবান্ধব কর্মসূচি যাই হোক না কেন চাল চুরির ব্যাপারে কোন ছাড় দেযা হবেনা। পীরগঞ্জে ওএমএস এর চাল কালে বাজারে পাচার সময় দফায় দফায় ৪র্থ দফায় মোট ১৬২ বস্তা চাল আটক হইল।